দিনের টেস্টকে রাত বানাল বিসিবি

দিনের টেস্টকে রাত বানাল বিসিবি

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই হারের বৃত্তে বাংলাদেশ। আর এ নিয়ে সমালোচনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেন শনির দশা চলছে। একে তো দলের পারফর্মেন্স খারাপ, সেইসঙ্গে ক্রিকেটার-বোর্ড কর্মকর্তাদের পাল্টাপাল্টি অভিযোগ, দল নির্বাচনে গলদ আর নানা অব্যবস্থাপনায় জর্জরিত দেশের ক্রিকেটার শীর্ষ এই নিয়ন্ত্রক সংস্থা।

টিকেট কাণ্ডে এবার দিনকে রাত বানিয়ে ফেললো বিসিবি। শনির দশা যেন পিছু ছাড়ছে না।

এবার খেলা শুরুর একদিন আগে টিকিটে ভুল ধরা পড়ে ক্রিকেটপ্রেমীদের চোখে। টিকিটে এবার দিনকে রাত বানিয়ে ফেলল বিসিবি।

শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে প্রথম টেস্ট। কিন্তু ‘বিসিবির ছাপানো প্রথম দিনের টিকিটে ‘এএম’-এর জায়গায় ‘পিএম’ ছাপা হয়েছে। টিকিটে লেখা আছে খেলা শুরু ‘টেন পিএম’ অর্থাৎ রাত ১০টায়। ইতোমধ্যে টিকেট বিক্রি হয়ে পৌঁছে গেছে দর্শকের হাতে হাতে। আর তখনই ধরা পড়ে মস্ত বড় এই ভুলটি।

দ্রুতই এই টিকিটের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমীরা এতে বিসিবির অব্যাস্থাপনাকে দায়ী করে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসও দিচ্ছেন। এটা নিয়ে চলছে হাসি-ঠাট্টা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হরেক রকম পোস্ট চলছে। আর লেখা হচ্ছে দিনকে রাত বানােলো বিসিবি! কি করছে বিসিবি! এরকম শত শত লেখায় সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম।

news24bd.tv/আলী