ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

ফাইল ছবি

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৭ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহর থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১।

আর এর অবস্থান ছিল ভূপৃষ্ঠ থেকে ৪২.১ কিলোমিটার গভীরে।

ইউরোপিয়ান সিসমোলজিক্যাল আর্থকোয়াক সেন্টার (ইএসএমসি) বলছে, মিয়ানমার-ভারত সীমান্তে ভূমিকম্পটির উৎপত্তি। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত খবরে কোথাও কোন ক্ষয়ক্ষতি হয়েছি কিনা তা এখনও জানা যায়নি। তবে অনেক কম্পন অনুভূত হওয়ায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে।  

আরও পড়ুন


হাসপাতালে যেমন আছেন খালেদা জিয়া

news24bd.tv এসএম