যেভাবে বুঝবেন চশমা বদলানোর সময় এসেছে

প্রতীকী ছবি

যেভাবে বুঝবেন চশমা বদলানোর সময় এসেছে

অনলাইন ডেস্ক

চোখের সমস্যায় চশমা ব্যবহার করতে হয় অনেকেরই। এক চশমা কতোদিন ব্যবহার করা যাবে এমন কোন নিয়ম নেই। তবে চশমা দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়।  

তাহলে কীভাবে বুঝবেন আপনার চশমা বদলাতে হবে।

এক নজরে দেখে নিন এমন কিছু উপায়-

১) অনেক সময় চশমা পরে থাকলেও দৃষ্টি ঝাপসা হয়ে আসে। মাঝে মাঝেই এমন সমস্যা দেখা দিলে চশমা বদলানোর জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

২) চশমা থাকা সত্তেও যাদের প্রায়ই মাথাব্যথা হয়, তারা বিষয়টি এড়িয়ে যাবেন না। চোখের পাওয়ার বদলে গেলে মাথাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।

সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চশমা বদলে ফেলুন।

৩) বই পড়ার সময়ে বা কোনও কিছু দেখার সময়ে অনেকক্ষেত্রে চোখ ক্লান্ত হয়ে আসে। প্রায়ই এমন হতে থাকলে অবশ্যই চশমা বদলানোর কথা ভাবুন।

৪) মাঝে মাঝে অনেকেই একটি বস্তুকে দু’টি করে দেখেন। চোখের পাওয়ার বাড়লে এমন ‘ডাবল ভিশন’-এর সমস্যা দেখা দিতে পারে। ঘন ঘন এমন সমস্যা দেখা দিলে, দ্রুত চশমা বদলে ফেলা উচিত।

আরও পড়ুন:

না ফাটিয়ে যেভাবে বুঝবেন ডিম নষ্ট কিনা


news24bd.tv/ নকিব