ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে চারজনকে আটক করা হয়েছে। একজন খ্রিস্টান প্রতিবেশীর অন্ত্যেষ্টিক্রিয়ার ঘোষণা মসজিদ থেকে দেয়ার জন্য ইমামের সাথে তর্ক করার অভিযোগ উঠেছে ওই চারজনের বিরুদ্ধে। খবর আলজাজিরার।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা ফারিয়াদ বলেছেন, অভিযুক্তদের আটক করা হয়েছে। এরই মধ্যে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযুক্ত সবাই মুসলিম বলে প্রতিবেদনে জানানো হয়। মসজিদ থেকে খ্রিস্টান সম্প্রদায়ের কারো শেষকৃত্যের ঘোষণা দিতে অস্বীকৃতি জানান ইমাম। এ নিয়ে ওই ইমামের সঙ্গে তর্ক করেন অভিযুক্তরা। পরে ধর্ম অবমাননার অভিযোগে তাদেরকে আটক করা হয়।
আরও পড়ুন:
যৌন কেলেঙ্কারির পর অনির্দিষ্টকালের বিরতিতে অজি অধিনায়ক
news24bd.tv/ নকিব