পারিবারিক কোলহের জেরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

পারিবারিক কোলহের জেরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

Other

পারিবারিক কোলহের জেরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকার চাঁদরতনপুর গ্রামে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী রোজিনা খাতুন (২০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মারা যান তিনি।

নিহত রোজিনা খাতুনের পিতার বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার আন্দোলিয়া গ্রামে এবং স্বামী মহিদুল মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের চাঁদরতনপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, ৭ বছর আগে পাবিবারিক ভাবে মহিদুল ইসলামের সাথে রোজিনার বিয়ে হয়।

বিয়ের পর তাদের
ঘরে দুটি সন্তান হয়। তবে অভিযোগ রয়েছে স্ত্রীর পরকীয়া প্রেম নিয়ে তাদের দু’জনার মধ্যে প্রায় প্রতিদিনই ঝগড়াঝাটি চলে আসছিল। এনিয়ে রাতে প্রচণ্ড ঝগড়া শুরু হলে স্বামী মহিদুল ইসলাম লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় স্বামী মহিদুল ইসলাম পলাতক রয়েছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


চট্টগ্রামে আগুন: পুড়ে ছাই অর্ধকোটি টাকার মালামাল

news24bd.tv এসএম