চট্টগ্রাম টেস্ট: দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

মুশফিক-লিটনে এগুচ্ছে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্ট: দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনটা ছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের। চারটি উইকেট হারাতে হয়েছিল বাংলাদেশকে। ২৮ ওভারে রান উঠেছিল ৬৯।

তবে দ্বিতীয় সেশনে এসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

লিটন দাস এবং মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে টাইগাররা। ক্রিজে থাকা দুইজনই অর্ধশতক তুলে নিয়েছেন। শতরানের জুটিও গড়লেন তারা।

টি-টোয়েন্টিতে বাজে ফর্মে থাকা লিটন চট্টগ্রাম টেস্টে ৯৫ বলে হাফ সেঞ্চুরি করেছেন। ৪৯তম ওভারে নওমান আলীকে চার মেরে ফিফটি করেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২৭ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান নিজের দশম ফিফটি করলেন। এর দুই ওভার আগে সাজিদ খানকে একটি ছক্কাও মারেন লিটন।

আরও পড়ুন


রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে বিদেশে যেতে হবে খালেদাকে: হানিফ

স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে যাওয়া ও বাংলাদেশের চ্যালেঞ্জ

সিলেট থেকে বিদেশে পণ্য রপ্তানির ব্যবস্থা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী


লিটন দাসের পর হাফ সেঞ্চুরি হাঁকান দলের আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহীম। ক্যারিয়ারের ২৪ তম হাফ সেঞ্চুরি তিনি তুলে নিলেন ১০৮ বল খেলে। হাসান আলিকে বাউন্ডারি মেরেই অর্ধ শতকের ঘরে পা রাখেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫৯ ওভারে চার উইকেটে ১৭১ রান করেছে বাংলাদেশ।   মুশফিক ৫৫ ও লিটন দাস ৬২ রানে ব্যাট করছেন।  

বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বী, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন।

news24bd.tv নাজিম