ভাইরাল ছবি হাছান মাহমুদের নয়!

ভাইরাল ছবি হাছান মাহমুদের নয়!

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ রয়েছেন বলে দাবি করা হচ্ছে। ছবিতে তিনি খাবার গ্রহণ করছেন এবং তার সামনে অনেক পদ রাখা হয়েছে।  

গত দুদিন ধরে ফেইসবুকে অনেকেই ছবিটি শেয়ার করেছেন। ছবির সঙ্গে নানারকম বক্তব্য জুড়ে দিচ্ছেন তারা।

কেউ কেউ বলছেন, এদেশের সংস্কৃতিতে কারো সামনে বেশি পদের খাবার রেখে তাকে সম্মান জানানোর রেওয়াজ রয়েছে।

hasan-mahamud

কাজেই একজন রাজনৈতিক নেতা ও মন্ত্রীর সামনে অনেক পদের খাবার রাখা একটা স্বাভাবিক দৃশ্য। অনেকে অবশ্য ভিন্ন যুক্তি দিচ্ছেন।  

আরও পড়ুন


পুলিশে চাকরির ঘোষণা শুনেই কেঁদে ওঠেন সজল


তাদের মতে, একজন মানুষের এতো খাবার আয়োজন করা যুক্তিসঙ্গত নয়।

কেউ কেউ আগে ভাইরাল হওয়া মাওলানা মামুনুল হক ও তার সঙ্গীদের খাবার গ্রহণের ছবি ভাইরাল হওয়ার প্রসঙ্গ টেনে আনছেন।  

তারা বলছেন হুজুরদের বেলায় খারাপ অন্যদের বেলায় ভালো এটা কেমন যুক্তি। কেউ কেউ অবশ্য মন্ত্রীর একা একা খাবার গ্রহণের বিষয়টি সামনে এনে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের মতে, মন্ত্রীরতো একা একা খাবার গ্রহণের কথা না।  

যাহোক, পাশাপাশি আরেকটি ছবিও এখন ছড়িয়ে পড়ছে, তাতে বলা হয়েছে আসলে এটি তথ্যমন্ত্রী হাছান মাহমুদের ছবি নয়। এটি অন্যকারও ছবি। এডিট করে মানে গলাকেটে হাছান মাহমুদের ছবি বসিয়ে দেওয়া হয়েছে। যাহোক এটাই এখন এদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের সব শেষ ভাইরাল ছবি।

news24bd.tv/ কামরুল