৪ উইকেট হারিয়ে যখন দিশা খুঁজে পাচ্ছিল না বাংলাদেশ ঠিক তখনি হাল ধরেছেন মুশফিক-লিটন। এ জুটির ব্যাটিং উপভোগ করছেন পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানও। সতীর্থদের উৎসাহ দিচ্ছেন নানা কথা বলে। এর ফাকে হঠাৎ করে উইকেটের পেছনে থেকে বাংলা বলা শুরু করেছেন তিনি।
আরও পড়ুন:
স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে যাওয়া ও বাংলাদেশের চ্যালেঞ্জ
বাংলা বলার ঘটনাটি ঘটে ৪৭তম ওভারে। বল করছিলেন বাঁহাতি অর্থডক্স বোলার নোমান আলি। তার তৃতীয় ডেলিভারিটি ডিফেন্স করেন লিটন। এসময় রিজওয়ান বলেন, ‘ভালো ভালো, ভালো বলিং’।
রিজওয়ানের বাংলা শুনে হেসে দেন লিটন দাস।
উইকেটের স্টাম্পের রাখা মাইকে সে কথা শোনা যায় স্পষ্টই। বিষয়টি নিয়ে ওই সময় আলোচনা করেন ধারাভাষ্যকার শামীম আশরাফ।
news24bd.tv তৌহিদ