মুশফিক-লিটনের দুর্দান্ত জুটিতে দুইশো পেরোলো বাংলাদেশ

দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

মুশফিক-লিটনের দুর্দান্ত জুটিতে দুইশো পেরোলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনটা ছিল বাংলাদেশের জন্য ছিলো দুঃস্বপ্নের। পাকিস্তাানি বোলারদে তোপে পড়ে ২৮ ওভারে রান উঠেছিল ৬৯। আর তাতেই হারাতে হয় চারটি উইকেট। তবে দ্বিতীয় সেশনে পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়।

লিটন দাস ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগুচ্ছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭২ ওভারে চার উইকেট হারিয়ে ২১১ রান করেছে স্বাগতিকরা।  

আরও পড়ুন


রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে বিদেশে যেতে হবে খালেদাকে: হানিফ

স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে যাওয়া ও বাংলাদেশের চ্যালেঞ্জ

সিলেট থেকে বিদেশে পণ্য রপ্তানির ব্যবস্থা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী


লিটন দাস ৮৫ রান ও মুশফিকুর রহিম ৭০ রানে ক্রিজে রয়েছেন।

বাংলাদেশের হয়ে পঞ্চম উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। এ পথে মেহরাব হোসেন-মুশফিকের গড়া ১৪৪ রানের জুটি টপকে গেলেন লিটন-মুশফিক।  

news24bd.tv নাজিম