খালেদা জিয়ার সুস্থতা কামনায় বায়তুল মোকাররমে দোয়া

দোয়া মাহফিলে বিএনপির নেতা-কর্মীরা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বায়তুল মোকাররমে দোয়া

অনলাইন ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার (২৬ নভেম্বর) সারা দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এরই অংশ হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও জুমার নামাজের পর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ অংশ নেন।

আরও পড়ুন


রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে বিদেশে যেতে হবে খালেদাকে: হানিফ

স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে যাওয়া ও বাংলাদেশের চ্যালেঞ্জ

সিলেট থেকে বিদেশে পণ্য রপ্তানির ব্যবস্থা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী


এদিকে বিএনপির একই কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিলো চোখে পড়ার মতো।

news24bd.tv নাজিম