ম্যাসেজ ফরোয়ার্ড করলে জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ

ম্যাসেজ ফরোয়ার্ড করলে জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কোন ম্যাসেজটি ফরোয়ার্ড করে পাঠানো হয়েছে, তা জানতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। যদিও ফিচারটি এখনো পরীক্ষামূলক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে ডাব্লুএবিএটাইনফো।  

ডাব্লুএবিএটাইনফো (WABetaInfo) একটি টুইটার অ্যাকাউন্ট, যা হোয়াটসঅ্যাপের প্রতিটি ফিচার সংযোজনের খবর প্রকাশ করে।

ফিচারটির ফলে ব্যবহারকারীরা বুঝতে পারবেন কোন ম্যাসেজটি হাতে টাইপ করে আর কোনটি ফরোয়ার্ড করে পাঠানো।

ম্যাসেজ সিলেক্ট করে ফরোয়ার্ড বাটনে ক্লিক করলে যাকে ম্যাসেজটি পাঠানো হচ্ছে তার চ্যাটবক্সে ফরোয়ার্ড শব্দটি লেখা থাকবে। ফরোয়ার্ড করে একই ম্যাসেজ  অসংখ্য ব্যবহারকারীকে পাঠানো যায়। তাই ফরোয়ার্ড করার মাধ্যমে স্প্যাম ম্যাসেজ ছড়ানো সহজ।  

news24bd.tv

নতুন ফিচারটি যুক্ত হলে ব্যবহারকারীরা সহজেই স্প্যাম ম্যাসেজগুলো শনাক্ত করতে পারবেন।

তবে কোনো ম্যাসেজ কপি পেস্ট করলে ফরোয়ার্ড শব্দটি দেখানো হবে না। আপাতত বেটা সংস্করণটি অ্যান্ড্রয়েডের ২.১৮.১৭৯ সংস্করণেই পাওয়া যাচ্ছে। অচিরেই সব অপারেটিং সিস্টেমের জন্যই ফিচারটি উন্মুক্ত করা হবে।

সূত্র: ডাব্লুএবিএটাইনফো

অরিন/
নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর