ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশনে দেড় ঘণ্টা আটক আলাল

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশনে দেড় ঘণ্টা আটক আলাল

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন থেকে কিডনিতে টিউমার রোগে আক্রান্ত বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল চিকিৎসার জন্য ভারতে গেছেন।

তবে তাকে ইমিগ্রেশনে ঘণ্টা দেড়েক আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, তার বিদেশে যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব কাগজপত্র ছিল। এমনকি উচ্চ আদালতের নির্দেশনাও ছিল।

কিন্তু তারপরও সকাল ৯টা থেকে তাকে প্রায় দেড় ঘণ্টা ইমিগ্রেশনে আটকে রাখা হয়। পরে বেলা পৌনে ১১টার ফ্লাইটে তিনি ভারতে গেছেন।

প্রসঙ্গত, মোয়াজ্জেম হোসেন আলাল দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তার কিডনিতে টিউমার ধরা পড়েছে।

চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য তিনি ভারত যেতে চান।

আরও পড়ুন: 


রিজওয়ানের বাংলা বলায় হাসলেন লিটন (ভিডিও)


news24bd.tv তৌহিদ