চাঁপাইনবাবগঞ্জে ভরাডুবি ঠেকাতে যা বললেন নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

চাঁপাইনবাবগঞ্জে ভরাডুবি ঠেকাতে যা বললেন নানক

অনলাইন ডেস্ক

নিজ এলাকার অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়ন করতে চাইলে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বলেছেন, নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নৌকার ছায়াতলে এসে দেশের উন্নয়নের অংশীদার হোন। গুজবে কান না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রতি আস্থা রাখুন।

 

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে দুপুরে আয়োজিত এক পথসভায় নানক বলেন, যারা সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন, অসম্মান করেছেন, আওয়ামী লীগে তাদের দরকার নাই। প্রধানমন্ত্রীর প্রতি যারা আস্থা রাখতে পারেননি, আগামীতে দলও তাদের প্রতি আস্থা রাখবে না। ভবিষ্যতে দলে তাদের কোনো জায়গা হবে না। নৌকা প্রতীকের বিরোধিতা করার চরম মূল্য দিতে হবে।

 

তিনি আরও বলেন, সারাদেশে যেখানে নৌকার জয়জয়কার, সেখানে চাঁপাইনবাবগঞ্জে নৌকার ভরাডুবি। সংসদীয় আসনে, উপজেলা, পৌরসভা সব কিছুতেই নৌকার বাইরের লোকজন বিজয়ী হয়েছে। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকার জয়রথ শুরু করুন। নৌকা বিজয়ী হলে জেলা শহরে পাল্টে যাবে উন্নয়নের চিত্র। প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নানক।

আরও পড়ুন: 


রিজওয়ানের বাংলা বলায় হাসলেন লিটন (ভিডিও)


news24bd.tv তৌহিদ