অস্ট্রেলিয়ার জঙ্গলে নতুন প্রাণী খুঁজে পাওয়ার দাবি!

ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার জঙ্গলে নতুন প্রাণী খুঁজে পাওয়ার দাবি!

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার জঙ্গলে অদ্ভুত এক প্রানী দেখেছেন বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার এক ব্যক্তি। ওই প্রাণীর অর্ধেক মানুষ ও বাকি অর্ধেক কুকুরের মতো বলে দাবি করেন তিনি। ওই প্রাণীটিকে 'ডগম্যান' বলা উল্লেখ করা হচ্ছে। খবর দ্য সানের।

অস্ট্রেলিয়ার একটি হ্রদে নিজের কায়াকে বসে মাছ ধরছিলেন জন নামে ওই ব্যক্তি।  

তার দাবি, হঠাৎই হ্রদের পাড়ের জঙ্গল থেকে অদ্ভুত একটা আওয়াজ কানে আসে। প্রথমে বিষয়টাতে গুরুত্ব দেননি তিনি। কায়াকের প্যাডেলে চাপ দিয়ে এগিয়ে যাওয়ার সময় ফের একই আওয়াজ শুনতে পান।

শব্দটা ঠিক কোন জায়গা থেকে আসছে তা নিশ্চিত হওয়ার জন্য কায়াক নিয়ে হ্রদের মধ্যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন। তখনই তার নজরে আসে হ্রদের পাড়ে গাছের পেছনে সেই অদ্ভুত চেহারা। সঙ্গে সঙ্গে তিনি ক্যামেরা বের করে ছবিও তোলেন।  

প্যারানর্মাল অ্যান্ড ইউএফও পডকাস্ট, বিলিভ-এর কাছে জন দাবি করেছেন, তিনি যতই এগোচ্ছিলেন ওই অদ্ভুত আওয়াজটাও যেন তার সঙ্গে সঙ্গে চলছিল। তিনি থামতেই, আওয়াজটা থেমে যাচ্ছিল।

প্রমাণ রাখতে তিনি ছবিও তুলে রেখেছেন বলে দাবি করেন। তবে কেউ তার ছবি বিশ্বাস করবে না বলে ছবিটি প্রকাশ্যে আনতে চাইছিলেন না তিনি।

আরও পড়ুন:

বরিশালে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম গ্রহণ


news24bd.tv/ নকিব