এত খাবার তাহলে কে খায়?

গুলজার হোসাইন উজ্জ্বল

এত খাবার তাহলে কে খায়?

Other

ফুটপাতে রাস্তার দুইধারে যেদিকেই দেখি শুধু খাবারের দোকান। গলির মুখে খাবারের দোকান। রাস্তার মোড়ে বিস্কুট পাউরুটি কলা নিয়ে ছোট্ট ছোট্ট দোকান। রেল ক্রসিং, বাস টার্মিনাল শুধু খাবারের দোকান।

ফুটপাত পেরুলে যে আলোক সজ্জায় শোভিত বনেদি রেস্তোরাঁ সেখানেও বাহারী খাবার। শপিং মলের এক একটা ফ্লোর জুড়ে খাবারেরই দোকান শুধু।

আজকাল মনে হয় খাবারের দোকান ছাড়া কিছু চলে না। ক্রিকেটার, গানের শিল্পী, সিনেমার নায়ক সবারই আছে সাইড বিজনেস-খাবারের দোকান।

মার্কেটে মানুষ মনে হয় খেতেই আসে। খেতে এসে টুকটাক কিছু কিনে নিয়ে যায়। হালে যে কয়টি বই পত্রের বড় দোকান হয়েছে তারাও সাথে খাবার দোকান করেছে।

লিটফেস্ট, ফোকফেস্ট, ক্লাসিক ফেস্ট যাই বলুন সবখানেই বিরাট অংশ জুড়ে থাকে খাবারেরই দোকান। আর সেখানেই সব ভিড় যেন।

অথচ চেম্বারে যত রোগী আসে বেশির ভাগেরই একই কম্পলেইন "খাইতে পারি না, রুচি নাই। " মায়েরা আসে বাচ্চাদের নিয়ে, কম্পলেইন - বাচ্চা কিছু খায় না। এত খাবার তাহলে কে খায়? এই জাতির ভাবগতিক তো কিছু বুঝতেছি না।

আরও পড়ুন


নির্বাচন নিয়ে হাতুড়ি পেটা ও আঙ্গুল কেটে ফেলার অভিযোগ

news24bd.tv এসএম