করোনার নতুন ধরনের নাম ওমিক্রন

করোনার নতুন ধরণ ওমিক্রন

করোনার নতুন ধরনের নাম ওমিক্রন

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকায়  শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম রাখা হয়েছে ওমিক্রন। ধরনটিকে উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মহামারির শুরুর দিকে তুলনামূলক দুর্বল আলফা, বেটা ও গামা ধরনও আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি করেছিল। তবে ওমিক্রনকে এখন পর্যন্ত খোঁজ মেলা করোনার ভয়াবহ ধরনগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হচ্ছে।

নতুন শনাক্ত হওয়া ধরনটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন

বেগম জিয়ার জন্য আলাদা আইন করার সুযোগ নেই: হানিফ

এরই মধ্যে  করোনা নতুন ধরন মোকাবিলায় টিকার বুস্টার ডোজ তৈরির ঘোষণা দিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না। এদিকে ধরনটি এরিমধ্যে বেশ কয়েকটি মিউটেশন ঘটিয়েছে যা মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা । সংক্রমণ ঠেকাতে ভারতসহ এশিয়া ইউরোপের বিভিন্ন দেশে জারি করা হচ্ছে সতর্কতা।

 news24bd.tv/এমি-জান্নাত