করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ গেলো দুইজনের

করোনা ভাইরাসে দেশে মৃত্যু

করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ গেলো দুইজনের

অনলাইন ডেস্ক

মহামারী করোনা ভাইরাসে দেশে গেলো ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৫ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা  হয়, ভাইরাসটিতে দেশে এখন পর্যন্ত মারা গেছেন মোট ২৭ হাজার ৯৭৫ জন।

  আর শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জন।

আরও পড়ুন:


দ. আফ্রিকার করোনার নতুন ধরন খুবই ভয়ঙ্কর : স্বাস্থ্যমন্ত্রী

একই ইউপিতে বাবা-ছেলে ও আপন দুই ভাই চেয়ারম্যান প্রার্থী!

বেগম জিয়ার জন্য আলাদা আইন করার সুযোগ নেই: হানিফ


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

গত শনিবার (২০ নভেম্বর) প্রথমবারের মতো দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এদিন করোনা শনাক্ত হয়েছিল ১৭৮ জনের।

news24bd.tv নাজিম