বিশ্বকাপে প্রথমবারের মতো জায়গা করে নিলো দেশের মেয়েরা

বিশ্বকাপে প্রথমবারের মতো জায়গা করে নিলো দেশের মেয়েরা

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ বাতিল ঘোষণা করেছে আইসিসি। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রকোপের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনা বাংলাদেশ নারী দলের জন্য যেন সুফল নিয়ে এলো। অবসান হলো দীর্ঘ অপেক্ষার।

আইসিসির র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এলো বাংলাদেশ।  

আর এর ফলেই ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিল সালম, জাহানারা আলমরা।

আরও পড়ুন

করোনার নতুন ধরনের নাম ওমিক্রন

বেগম জিয়ার জন্য আলাদা আইন করার সুযোগ নেই: হানিফ

 

আয়োজক নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে জায়গা করে নিয়েছে মূল পর্বে। আর এবার সঙ্গে যোগ দিল-বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

২০২২ সালে মার্চের এই টুর্নামেন্ট দিয়েই বিশ্বকাপে অভিষেক হবে বাংলার মেয়েদের। তারা প্রথমবারের মতো খেলতে নামবে বিশ্বকাপে।

 news24bd.tv/এমি-জান্নাত