করোনার নতুন ভ্যারিয়েন্ট; বিশ্ববাজারে তেলের দামের পতন

করোনার নতুন ভ্যারিয়েন্ট; বিশ্ববাজারে তেলের দামের পতন

অনলাইন ডেস্ক

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ধাক্কায় ধস নেমেছে বিশ্ব জ্বালানিবাজারে, ব্যারেলপ্রতি তেলের দাম কমেছে ১০ ডলার। করোনা মহামারির প্রথমদিকে রেকর্ড ধসের পর বিশ্ববাজারে তেলের দামের এটাই সবচেয়ে বড় পতন। এমনকি বড় বড় শেয়ারবাজারগুলোতেও সূচকের পতন হয়েছে মোটা দাগে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তেলের দাম কমাতে যে প্রচেষ্টা করেছেন তা মাত্র একদিনেই করে ফেললো করোনাভাইরাস ওমিক্রন।

অতিসংক্রামক এই ধরন শনাক্তের খবরের জেরে শুক্রবার রীতিমতো ধস নেমেছে বিশ্ব অর্থনীতিতে। ফিন্যান্সিয়াল টাইমসের খবর অনুসারে, শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশের বেশি।

আরও পড়ুন

বিশ্বকাপে প্রথমবারের মতো জায়গা করে নিলো দেশের মেয়েরা

করোনার নতুন ধরনের নাম ওমিক্রন

বেগম জিয়ার জন্য আলাদা আইন করার সুযোগ নেই: হানিফ 

তেলের দাম কমাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রীয়ভাবে মজুদ করে রাখা তেল থেকে পাঁচ কোটি ব্যারেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন তাতে বিশ্ববাজারে এর প্রভাব পড়ে একেবারেই সামান্য। তবে করোনার নতুন এই ভ্যারিয়েন্টের ফলে ২০২০ সালের এপ্রিলে অর্থাৎ করোনা মহামারির প্রথমদিকে রেকর্ড ধসের পর বিশ্ববাজারে তেলের দামের এটাই সবচেয়ে বড় পতন।

  

শুধু তেলের বাজারই নয়, ওমিক্রনের ধাক্কায় অস্থির হয়ে উঠেছে শেয়ারবাজারও। রয়টার্সের খবর অনুসারে, শুক্রবার যুক্তরাষ্ট্রের ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের সূচক কমেছে ২ দশমিক ৫ শতাংশ, এদিন ইউরোপীয় শেয়ারবাজারগুলোর সময় কেটেছে বিগত ১৭ মাসের মধ্যে সবচেয়ে খারাপ। দেশে দেশে ভ্রমন নিষেধাজ্ঞায় এয়ারলাইন ও ভ্রমণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও বিপদে পড়তে যাচ্ছে।  

 news24bd.tv/এমি-জান্নাত