তামিলনাড়ুতে ট্রেনের ধাক্কায় একসঙ্গে ৩ হাতির মৃত্যু

ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

তামিলনাড়ুতে ট্রেনের ধাক্কায় একসঙ্গে ৩ হাতির মৃত্যু

অনলাইন ডেস্ক

ভারতের তামিলনাড়ুতে ট্রেনের ধাক্কায় একসঙ্গে তিনটি হাতির মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর নাভাক্কারাই এলাকায়।

শনিবার (২৭ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।   

খবরে বলা হয়, শুক্রবার রাতে তামিলনাড়ুর নাভাক্কারাই এলাকায় দুই শাবককে নিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল একটি স্ত্রী হাতি।

ওই সময় দ্রুতগতিতে থাকায় বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেস ট্রেন থামানো সম্ভব হয়নি। ফলে ট্রেনটি সরাসরি তিনটি হাতিকে ধাক্কা মারে। মুহূর্তেই একসঙ্গে তিনটি হাতির মৃত্যু হয়।

আরও পড়ুন:


দ. আফ্রিকার করোনার নতুন ধরন খুবই ভয়ঙ্কর : স্বাস্থ্যমন্ত্রী

একই ইউপিতে বাবা-ছেলে ও আপন দুই ভাই চেয়ারম্যান প্রার্থী!

বেগম জিয়ার জন্য আলাদা আইন করার সুযোগ নেই: হানিফ


খবর পেয়ে রেল ও বন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

হাতি তিনটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় ওই এলাকায় শোরগোল পড়ে গেছে। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

news24bd.tv নাজিম