গাজায় ইসরাইলি সেনাদের গুলি: নিহত ৪, আহত ৬০০

ইসরাইলি সেনাদের গুলি।

গাজায় ইসরাইলি সেনাদের গুলি: নিহত ৪, আহত ৬০০

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের সেনাবাহিনীর হামলায় আরো চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০০ জন। শুক্রবার বিশ্ব কুদ্‌স দিবস উপলক্ষে প্রতিবাদ কর্মসূচিতে সরাইলের সেনাবাহিনীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে ডাক্তার ও সাংবাদিক রয়েছেন।

জানা গেছে, আল-কুদ্‌স দিবসের বিক্ষোভে অংশ নিতে গাজার পূর্ব সীমান্তে হাজার হাজার মানুষ জড়ো হন। এ নিয়ে টানা ১১তম শুক্রবার ফিলিস্তিনিরা গাজা সীমান্তে বিক্ষোভ করলেন। গত ৩০ মার্চ থেকে ইসরাইলি সীমান্ত দেয়ালের কাছে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ কর্মসূচির আওতায় গাজার হাজার হাজার মানুষ বিক্ষোভ করে আসছেন।

ফিলিস্তিনের সূত্রগুলো জানিয়েছে, গাজার বিক্ষোভকারীদের ওপর সেনারা টিয়ারগ্যাস ও তাজা গুলি ছোঁড়ে। এর বিপরীতে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে কালো ধোঁয়ার কুণ্ডলি সৃষ্টি করে যাতে ইসরাইলি স্নাইপাররা ঠিকমতো দেখতে না পায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ কিদরা জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে ডাক্তার ও সাংবাদিক রয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর