এখনও পাসপোর্ট হাতে পাননি খালেদা জিয়া

Other

এখনও হাতে পাসপোর্ট পাননি খালেদা জিয়া। এজন্য বিদেশ যাওয়ার অনুমতির পাশাপশি তার পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারকে মানবিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন, বিএনপি নেতারা। দলের নেতারা বলছেন, লন্ডন অথবা আমেরিকায় তাঁর পরবর্তী চিকিৎসা সম্ভব। তবে এত দীর্ঘ পথের ধকল না সইতে পারলে খালেদা জিয়াকে আগে ব্যাংকক অথবা সিঙ্গাপুরে নিয়ে ডায়াগনসিস শুরু করা হবে।

সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন জানিয়ে তাঁর চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে ধারাবাহিক কর্মসূচী পালন করছে তাঁর দল। খালেদা জিয়ার পরিবার, ব্যক্তিগত চিকিৎসক, এবং রাজনৈতিক নানা অঙ্গন থেকেও বলা হচ্ছে যত দ্রুত সম্ভব তাঁকে দেশের বাইরে নিতে হবে। তবে অনুমতি পেলেও এখনও পার্সপোট হাতে পাননি বিএনপি নেত্রী।

অনুমতি পেলে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে তিনি কোন দেশে যাবেন।

লন্ডন আমেরিকার পাশাপাশি তালিকায় থাকছে ব্যাংকক কিংবা সিঙ্গাপুরের হাসপাতাল।

বিদেশে যাওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে, বিএনপি নেতারা জানান, এমন কিছুর সম্ভাবনা নেই।

news24bd.tv/আলী