মৃত্যুর পরেও অভিনয় করে যান অভিনেতা রীড

মৃত্যুর পরেও অভিনয় করে যান অভিনেতা রীড

অনলাইন ডেস্ক

অলিভার রিড, একজন নন্দিত হলিউড অভিনেতা ছিলেন। গ্লাডিয়েটর সিনেমায় প্রক্সিমো চরিত্রে অভিনয় করেছিলেন। ৬১ বছর বয়সে মারা যান এই নন্দিত অভিনেতা গ্লাডিয়েটর সিনেমাটা করতে করতেই।

অলিভার রিড

তিনি প্রচুর মদ খেতেন।

সিনেমার শ্যুটিং এর মাঝে কয়েকদিনের গ্যাপ ছিলো। শ্যুটিং চলছিলো মাল্টায়। তিনি এক স্থানীয় পাবে যান। সেইখানে এসেছিলো বৃটিশ নেভির কিছু তরুণ অফিসার।
তাদের সাথে মদ খাওয়ার কম্পিটিশনে নামেন রীড। জিতেও যান সবাইকে হারিয়ে।

আরও পড়ুন

বিশ্বকাপে প্রথমবারের মতো জায়গা করে নিলো দেশের মেয়েরা

করোনার নতুন ধরনের নাম ওমিক্রন

বেগম জিয়ার জন্য আলাদা আইন করার সুযোগ নেই: হানিফ 

সবার মদের বিল দেন প্রায় ৬০০ ডলার। বিয়ান, কনিয়াক, হুইস্কি মিলে কয়েক বোতল খেয়েছিলেন তিনি। এরপরেই হঠাৎ করে মাথা ঘুরে পরে যান। হাসপাতালে নেবার পরেই মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। সিনেমার তার চরিত্রের সব শ্যুটিং শেষ হয়নি তখনো।  

কিছু জায়গায় তার ডামি ব্যবহার করা হয়, পরে কম্পিউটার গ্রাফিক্স করে রীডের মুখ বসিয়ে দেয়া হয়। মৃত্যুর পরেও অভিনয় করে যান অভিনেতা রীড।

 news24bd.tv/এমি-জান্নাত