এজলাসে তোলা হয়েছে ২২ আসামিকে

আবরার ফাহাদ

আবরার হত্যা মামলা

এজলাসে তোলা হয়েছে ২২ আসামিকে

অনলাইন ডেস্ক

কিছুক্ষণ পরই ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলার রায়। এরই মধ্যে কারাগারে থাকা ২২ আসামিকে আদালতের এজলাসে তোলা হয়েছে।

রোববার বেলা পৌনে ১২টার দিকে ২২ আসামিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয়।

এর আগ সকাল সাড়ে ৯টার দিকে ২২ আসামিকে কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়া হয়।

ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান চাঞ্চল্যকর এ হত্যা মামলায় রায় ঘোষণা করবেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ ভূঁঞা বলেন, আমরা ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছি।   আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছি।

অন্যদিকে আসমিপক্ষের আইনজীবীরা বলেছেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।

  তারা আসামিদের খালাস পাবেন বলে আশা করছেন।
  
প্রসঙ্গত, প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরারকে তার হলের কক্ষ থেকে ডেকে নিয়ে যান বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা ২০১১ নম্বর কক্ষে নিয়ে গিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে। পরে রাত ৩টার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন:

ফুলকপির বিরিয়ানির সহজ রেসিপি


news24bd.tv/ নকিব