শেষ মুহূর্তে পেছালো আবরার হত্যা মামলার রায়

আবরার ফাহাদ

শেষ মুহূর্তে পেছালো আবরার হত্যা মামলার রায়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা শেষ মুহূর্তে পিছিয়ে ৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে। রবিবার দুপুর ১২টার পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ দিন ধার্য করেন।

আদালত জানায়, সাক্ষ্য এবং যুক্তি-তর্কগুলো আরও পর্যালোচনার জন্য সময়ের দরকার। এ কারণে আজ রায় ঘোষণা হচ্ছে না।

আগামী ৮ ডিসেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হলো।

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে ২২ আসামিকে কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়া হয়। বেলা পৌনে ১২টার দিকে ২২ আসামিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয়।  

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরারকে তার হলের কক্ষ থেকে ডেকে নিয়ে যান বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

তারা ২০১১ নম্বর কক্ষে নিয়ে গিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে। পরে রাত ৩টার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন:

ফুলকপির বিরিয়ানির সহজ রেসিপি


news24bd.tv/ নকিব