আবিষ্কারের 'শাস্তি' পাচ্ছে দক্ষিণ আফ্রিকা

প্রতীকী ছবি

করোনার নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন'

আবিষ্কারের 'শাস্তি' পাচ্ছে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন' আবিষ্কার করায় প্রশংসার পরিবর্তে শাস্তি দেয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির।

প্রাথমিক তথ্য ও প্রমাণে দেখা যায়, এই ভ্যারিয়েন্টে একবার আক্রান্ত হলেও পুনরায় সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে।

গত শুক্রবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভ্যারিয়েন্টটিকে 'উদ্বেগজনক' বলে উল্লেখ করে।

নতুন এই ভ্যারিয়েন্ট আবিষ্কারের পরপরই দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বিভিন্ন দেশ। যার পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেয় দেশটি।

ইউরোপে এখন বেশ কয়েকজনের মধ্যে এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে - যুক্তরাজ্যে দুই জন, জার্মানিতে দুই জন, বেলজিয়াম এবং ইতালিতে একজন করে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসে আসা শত শত যাত্রীদের পরীক্ষা করা দেখা হচ্ছে যে তাদের মধ্যে কেউ নতুন ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত কিনা।

গত ২৪শে নভেম্বর দক্ষিণ আফ্রিকা ওমিক্রন ভ্যারিয়েন্টের বিষয়টি প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়।

আরও পড়ুন:

শেষ মুহূর্তে পেছালো আবরার হত্যা মামলার রায়


news24bd.tv/ নকিব