পাকিস্তানের বোলিং তোপে চাপে বাংলাদেশ

চাপে বাংলাদেশ

পাকিস্তানের বোলিং তোপে চাপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। মাত্র ১৫ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে স্বাগতিকরা।  

সাদমান ইসলাম ১ রান করলেও শান্ত ও মুমিনুল হক রানের খাতার খোলার আগেই সাজঘরে ফিরে গেছেন। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি দুইটি ও হাসন আলী একটি উইকেট নিয়েছেন।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটে ১৫ রান করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (০) ও সাইফ হাসান (১৪)।  

এর আগে স্পিনার তাইজুল ইসলাম দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রাম টেস্টে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ। টাইগারদের ৩৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৮৬ রানে গুটিয়ে গেছে সফরকারীদের প্রথম ইনিংস।

স্পিনার তাইজুল ইসলাম একাই ধসিয়ে দিচ্ছেন পাকিস্তানের ইনিংস। সাত উইকেট নিয়েছে তিনি।

আরও পড়ুন:


তাইজুল ম্যাজিকে লিড পেলো বাংলাদেশ

হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম আইসিইউতে

অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করে পেট চিরে বাচ্চা চুরি!


১৪৫ রানে তৃতীয় দিন শুরু করা পাকিস্তান দল সকালের সেশনে ৫৮ রান তুলতে হারায় ৪ উইকেট। যেখানে ৩ উইকেট নেন তাইজুল। দ্বিতীয় সেশনে ফিরেও বাজিমাত করেন এই বাঁহাতি স্পিনার।

news24bd.tv নাজিম