চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক মুমিনুল হক। প্রথম ইনিংসে ১৯ বলে ৬ রান করেছিলেন তিনি। আজও দলের বিপর্যয়ে ব্যাট করতে নেমে একরাশ হতাশা উপহার দিয়েছেন মুমিনুল।
নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪ রান তুলতেই দুই ওপেনার সাদমান ইসলাম ও শান্তকে হারায় বাংলাদেশ।
মাত্র দুই বল মোকাবিলা করে কোনো রান করতে পারেননি তিনি।
চলতি টেস্টে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানের লিড পেয়েছে বাংলাদেশ। তাইজুল ম্যাজিকে ২৮৬ রানে গুটিয়ে গেছে সফরকারীদের প্রথম ইনিংস।
আরও পড়ুন:
তাইজুল ম্যাজিকে লিড পেলো বাংলাদেশ
হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম আইসিইউতে
অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করে পেট চিরে বাচ্চা চুরি!
স্পিনার তাইজুল ইসলাম একাই ধসিয়ে দিচ্ছেন পাকিস্তানের ইনিংস। সাত উইকেট নিয়েছে তিনি।
news24bd.tv নাজিম