খুলে দেয়া হলো ৩ হাজার বছরের প্রাচীন রাজপথ

খুলে দেয়া হলো ৩ হাজার বছরের প্রাচীন রাজপথ

Other

মিসরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে খুলে দেয়া হলো ৩ হাজার বছরের প্রাচীন একটি রাজপথ। ফারাও যুগের রথ এবং শত শত শিল্পী যে পথটি আবার ব্যবহার করতে শুরু করেন সেটি খুঁড়ে বের করতে সময় লেগেছে কয়েক দশক।  

পৃথিবীর অন্যান্য রাজাদের তুলনায় ফারাওরা ইতিহাস বিখ্যাত হয়েছেন তাদের কীর্তির জন্য। মিশরের এই লাকজার শহরেই ছিলো ফারাওদের রাজপথ।

তবে কালের বিবর্তনে যা ঢাকা পড়েছিলো। ফারাও যুগের রথ এবং শত শত শিল্পী যে পথটি আবার ব্যবহার করতে শুরু করেন সেটি খুঁড়ে বের করতে সময় লেগেছে কয়েক দশক। মিসরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে খুলে দেয়া হয়েছে ৩ হাজার বছরের প্রাচীন এই রাজপথ।

আরও পড়ুন:

অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক চলছে তেহরানের

হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম আইসিইউতে

অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করে পেট চিরে বাচ্চা চুরি!

 

আর এই রাজপথ খুলে দেয়াকে কেন্দ্র করে উৎসবে মেতেছে মিসরীয়রা।

বর্তমানে শত শত প্রাচীন স্ফিনক্স ভাস্কর্য ও মূর্তি দিয়ে এ রাজপথটি সাজানো হয়েছে। মিসরের প্রাচীন যুগের দুটি গুরুত্বপূর্ণ মন্দিরের সংযোগ পথ ছিল এই রাজপথ। ফারাওদের সময়ে প্রতি বছর এই সড়ক ধরে যে ধরনের শোভাযাত্রা বের হতো, উদ্বোধনীর দিনে সেরকম আয়োজন করা হয়।

 news24bd.tv/এমি-জান্নাত