আলমডাঙ্গায় নৌকার প্রার্থীর প্রাপ্ত ভোট ১০২

সমীর কুমার দে

আলমডাঙ্গায় নৌকার প্রার্থীর প্রাপ্ত ভোট ১০২

অনলাইন ডেস্ক

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী (আওয়ামী লীগ দলীয়) সমীর কুমার দে'র জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার প্রাপ্ত ভোট ১০২।  

এ ইউনিয়নে মোট ভোট সংখ্যা ১২ হাজার ৯০। বৈধ পোলকৃত ভোট সংখ্যা ৯ হাজার ৬৭৫।

তিনি পেয়েছেন মাত্র ১ শতাংশ ভোট। নৌকা প্রতীক নিয়ে সর্বনিম্ন ভোট পেয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেছেন।

এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান চঞ্চল। তিনি পেয়েছেন ৩ হাজার ৪৮৩ ভোট যা মোট ভোটের  শতকরা ৩৬ ভাগ।

তৃতীয় ধাপে ২৮ নভেম্বর আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়নে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়।  

এর মধ্যে বেলগাছি ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার দে, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এএসএম গোলাম সরোয়ার শামীম দলীয় প্রতীক নৌকার প্রার্থী হতে দলের কাছে আবেদন করেন।

আরও পড়ুন: 


নির্বাচনে সহিংসতা, বিজিবি সদস্যসহ নিহত ৯

নৌকার প্রার্থীকে হারাল তৃতীয় লিঙ্গের প্রার্থী

ভোট বর্জন করা সেই প্রার্থী জয়ী


দলীয় প্রতীক নৌকা পান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার দে। নৌকা প্রতীক পেয়ে জনসমর্থনহীন সভাপতি সমীর কুমার দে বিপাকে পড়েন। নির্বাচনে আওয়ামী লীগের কোন নেতাকর্মী বা সাধারণ জনগনকে তিনি নির্বাচনী মাঠে নামাতে পারেন নি। ফলে ইউনিয়নের ভোটাররা তিনভাগে বিভক্ত হয়ে পড়েন। নৌকার প্রার্থী সমীর কুমার দে একা হয়ে যান।

নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান চঞ্চল পরপর তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু ও গোলাম সরোয়ার শামীমকে হারিয়ে জয় লাভ করেন।

news24bd.tv/ কামরুল