পীরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত বেড়ে ৩

গুলি, প্রতীকী ছবি।

পীরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত বেড়ে ৩

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহত বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ঘিডোব এলাকায় এ ঘটনা ঘটে বলে আজ সোমবার বেলা পৌনে ১টার দিকে জানিয়েছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

পুলিশের এ কর্মকর্তা বলেন, উত্তেজিত জনতাকে নিবৃত্ত করার জন্য বিজিবি গুলি ছুঁড়ে।

সেই গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।

‌‌‘নিহতরা হলেন- ঘিডোব গ্রামের অবিনাশ রায়ের ছেলে আদিত্য কুমার রায় (২২), হাবিবপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. সাহাবুলি (৩৭) ও ছিট ঘিডোব গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মোজাহারুল ইসলাম (৩৫)। নিহত ব্যক্তিদের লাশ নিজ নিজ বাড়িতে রাখা আছে।

স্থানীয় বাসিন্দা আসাদুল ইসলাম ও তোফায়েল আহমেদ জানান, গতকাল রাতে ভোটের ফলের কাগজ পোলিং এজেন্টদের কাছে সরবরাহ করা হচ্ছিল না। এতে এজেন্টরা ক্ষুব্ধ হন। ভোটারদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা লাঠিসোঁটা নিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা বিজিবির সদস্যদের দিকে তেড়ে আসেন। পরিস্থিতি সামাল দিতে বিজিবি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন মারা যান।

আরও পড়ুন: 


নির্বাচনে সহিংসতা, বিজিবি সদস্যসহ নিহত ৯

নৌকার প্রার্থীকে হারাল তৃতীয় লিঙ্গের প্রার্থী

আগামী তিন দিনে লঘুচাপ সৃষ্টি হতে পারে


news24bd.tv/ তৌহিদ