দেশে করোনায় ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই পুরুষ

ফাইল ছবি

দেশে করোনায় ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই পুরুষ

অনলাইন ডেস্ক

মহামারী করোনা ভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল এই সংখ্যা ছিলো তিন। এই ভাইরাসে দেশে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৯৮০ জনের প্রাণ গেছে।

রোববার (২৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে অর্থ্যাৎ গেলো ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৭ জন। গতকাল এই সংখ্যা ছিলো ২০৫। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ১১ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮০ জন।

এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৫৯৭ জন।

আরও পড়ুন:


নির্বাচনে সহিংসতা, বিজিবি সদস্যসহ নিহত ৯

নৌকার প্রার্থীকে হারাল তৃতীয় লিঙ্গের প্রার্থী

আগামী তিন দিনে লঘুচাপ সৃষ্টি হতে পারে


গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৮৯১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুইজনই পুরুষ। তারা ঢাকা বিভাগের। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

news24bd.tv নাজিম