ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৫ জন হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৫ জন হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গেলো ২৪ ঘণ্টায় আরও ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।  

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালে ভর্তি হওয়াদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা।

এর মধ্যে ৬০ জন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ১৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


আরও পড়ুন:

দেশে করোনায় ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই পুরুষ

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের বক্তব্যকে গুরুত্ব দিন: সরকারকে রিজভী

ফাঁকিবাজ সরকার বলেই সত্য বললেও মানুষ বিশ্বাস করেনা: মান্না


এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯২ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৮৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০৭ জন।

news24bd.tv নাজিম