ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

অনলাইন ডেস্ক

বন্দরনগরী চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর স্থায়িত্ব ছিল খুব অল্প সময়। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তি ভারত-মিয়ানমার সীমান্তে, পার্বত্য চট্টগ্রামের কাছাকাছি।

ভূমিকম্পের খবর দেয়া আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, মিয়ানমারের চিন প্রদেশের হাখা থেকে ৩৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৫৪ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার।

আরও পড়ুন:


ফের মেয়র নির্বাচিত প্রধানমন্ত্রীর ভাতিজা

হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদী না ফেরার দেশে

পীরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত বেড়ে ৩


চট্টগ্রাম আবহাওয়া অফিসের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসনাত শঙ্কার কিছু নেই জানিয়ে বলেছেন, গত ২৫ নভেম্বর ওই অঞ্চলে একটি বড় ভূমিকম্প হয়। যেটির প্রভাবে পুরো দেশ কেঁপে ওঠে।

সেই ভূমিকম্পের প্রভাবেই আরও ছোট ছোট কিছু ভূমিকম্প হচ্ছে। এ নিয়ে আমাদের শঙ্কার কিছু নেই।

 news24bd.tv/আলী