ডিসেম্বরের শুরুতে বৃষ্টিপাতের সম্ভাবনা

ডিসেম্বরের শুরুতে বৃষ্টিপাতের সম্ভাবনা

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরের দক্ষিণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির  শঙ্কা দেখা দিয়েছে। লঘুচাপের প্রভাবে ডিসেম্বরের শুরুর দিকে দেশে বৃষ্টিপাত হতে পারে। এমনটি জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

লঘুচাপটি এখনও সৃষ্টি হয়নি উল্লেখ করে শাহীনুল ইসলাম বলেন, ২-৩ দিন পর দেশে তাপমাত্রা বাড়বে।

২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে ৬-৭ ডিসেম্বর দেশে বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন:


ফের মেয়র নির্বাচিত প্রধানমন্ত্রীর ভাতিজা

হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদী না ফেরার দেশে

পীরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত বেড়ে ৩


 

এদিকে, সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

রোববার টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

 news24bd.tv/আলী