যুদ্ধবিরতিতে তালেবান, তবে বিদেশি সেনারা বাদ

অস্ত্র জমা দিচ্ছে আফগান তালেবান।

যুদ্ধবিরতিতে তালেবান, তবে বিদেশি সেনারা বাদ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিদেশি সেনাদের বাদ দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা। সরকারের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবের পর তার এ ঘোষণা দিয়েছে।

গত বৃহস্পতিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির প্রস্তাব দেন। অবশ্য, এ প্রস্তাবের মধ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং অন্য গ্রুপগুলো পড়বে না।

সরকারের দেওয়া প্রস্তাবে আকস্মিকভাবে রাজি হয়েছে তালেবান।

শনিবার এক বিবৃতিতে তারা ঈদুল ফিতরের সময় মধ্য-জুনের তিনদিনকে যুদ্ধবিরতি বলে ঘোষণা করেছে। তালেবান এও পরিষ্কার করেছে যে, আসন্ন যুদ্ধবিরতির আওতায় থাকবে না বিদেশি সেনারা বরং তাদের বিরুদ্ধে তালেবানের অভিযান অব্যাহত থাকবে।  

বিদেশি সেনাদের দখলদার আখ্যা দিয়ে তালেবান বলেছে, তাদেরকে যেখানে দেখা যাবে সেখানেই হামলা হবে।

পাশাপাশি যেকোনো হামলাকে তারা প্রবলভাবে প্রতিহত করব বলে ঘোষণা দিয়েছে।

আফগান সরকার ও তালেবানের মধ্যে এই প্রথম এ ধরনের যুদ্ধবিরতি হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে- আগামী শুক্র অথবা শনিবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। এ দুদিনের যেকোনো একদিন আফগানিস্তানে ঈদুল ফিতর উদযাপিত হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর