রামপুরা ব্রিজ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রামপুরা ব্রীজে শিক্ষার্থীদের অবরোধ

রামপুরা ব্রিজ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের প্রতিবাদে রাজধানীর রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে এই বিক্ষোভ শুরু হয়। ফলে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল সোমবার (২৯ নভেম্বর) রাতে  রামপুরায় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয় মাঈনুদ্দিন।

এ ঘটনার জেরে রাতেই বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

রামপুরার একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য শাখা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মাঈনুদ্দিন। স্কুলের খাতায় তার নাম মঈন ইসলাম।

দুই ভাই ও এক বোনের মধ্যে মাঈনুদ্দিন সবার ছোট।

বড় ভাই মনির ছোট একটি চাকরি করেন। মূলত বাবার টিনের ছোট্ট চায়ের দোকানের আয় থেকেই সংসার চলে। বড় হয়ে সংসারের হাল ধরতে চেয়েছিল সে।

তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। প্রায় ১৫ বছর রামপুরা এলাকায় বসবাস করছে তার পরিবার। স্কুল জীবন ও বাবার চায়ের দোকানে সহযোগিতা করার কারণে ওই এলাকায় বেশ পরিচিত ছিল মাঈনুদ্দিন। ছিল মেধাবী ছাত্রও।

মাঈনুদ্দিন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে রামপুরা বাজার এলাকায় বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে বলে তাৎক্ষণিক জানায় পুলিশ।

আরও পড়ুন:

ছাত্রাবাস থেকে ছাত্রের মরদেহ উদ্ধার


news24bd.tv/ নকিব