চুয়াডাঙ্গার জীবননগরে ১২টি স্বর্ণের বারসহ মো. শাহবুল (৪৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রাতে তাকে আটক করা হয়। আটক মো. শাহবুল উপজেলার মেদেনীপুর গ্রামের আলী আহাম্মদের ছেলে।
৫৮ ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানা যায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেদেনীপুর গ্রামের শেষ প্রান্তে খালপাড়া ব্রিজের ওপরে অভিযান চালানো হয়।
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
অভিযান পরিচালনা করার সময় এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। এর পর তল্লাশি করে তার পকেট থেকে কচটেপ দিয়ে মোড়ানো ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৩৯৭ গ্রাম।
এ ব্যাপারে পলাতক আরও দুজনকে আসামি করে জীবননগর থানায় মামলা করা হয়। আসামিরা হলেন-ওয়াসিম মিয়া ও রাশেদ।
news24bd.tv নাজিম