ইচ্ছামৃত্যু চাইলেও নিতে হবে করোনার টিকা

প্রতীকী ছবি

ইচ্ছামৃত্যু চাইলেও নিতে হবে করোনার টিকা

অনলাইন ডেস্ক

আত্মহত্যার জন্য সহায়তা চাইলে জার্মানিতে এর বিধান রয়েছে। এটি দেশটির নাগরিকদের অন্যতম মৌলিক সাংবিধানিক অধিকার। তবে এখন থেকে কেউ আত্মহত্যা করতে চাইলেও বাধ্যতামূলকভাবে করোনাভাইরাসের টিকা নিতে হবে!

আত্মহত্যায় সহায়তাকারী প্রতিষ্ঠান জার্মান ইউথেনেশিয়া অ্যাসোসিয়েশন ভিরিন স্টারবিহেলফ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

সংস্থাটি নতুন একটি নির্দেশনায় জানিয়েছে, যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন কিংবা করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন কেবল তাদের কেউ আত্মহত্যায় সহায়তা চাইলে সহযোগিতা করা হবে।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ‘ইচ্ছামৃত্যু চান আমাদের এমন সদস্যদের স্বেচ্ছামূলক প্রস্তুতি পরীক্ষার জন্য মানুষের ঘনিষ্ঠতা প্রয়োজন। তবে মানুষের ঘনিষ্ঠতা করোনাভাইরাস সংক্রমণের পূর্বশর্ত ও প্রজননক্ষেত্র। আজ থেকে টুজি বিধিনিষেধ (টিকা প্রাপ্ত বা সুস্থ হয়েছেন এমন ব্যক্তিরা ছাড় পাবেন) আমাদের অ্যাসোসিয়েশনে প্রযোজ্য যা পরিস্থিতি সম্পর্কিত ব্যবস্থাগুলোর পরিপূরক, যেমন বন্ধ ঘরে মুখোমুখি হওয়ার আগে দ্রুত পরীক্ষা। ’

আরও পড়ুন:

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর


news24bd.tv/ নকিব