'কাঁচা বাদাম' গেয়ে ভাইরাল কে এই ভুবন বাদ্যকর?

বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর

'কাঁচা বাদাম' গেয়ে ভাইরাল কে এই ভুবন বাদ্যকর?

অনলাইন ডেস্ক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে ভাইরাল 'কাঁচা বাদাম' গান। এরই মধ্যে গানটি সারা বিশ্বে দেখেছেন কয়েক মিলিয়ন মানুষ। এমনকি রিমিক্সও বানানো হয়েছে ভাইরাল এই বাদাম বিক্রির গানের। গানটি গেয়েছেন ভারতের এক বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর।

খবর জি নিউজের।

ভুবন বাদ্যকরের নিবাস বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুরি গ্রামে।  

নিজের লেখা, সুর দেওয়া ও গাওয়া 'বাদাম গান' বহুল প্রশংসিত হওয়ায় আনন্দিত ভুবন বাদ্যকর। তিনি বলেন, মোবাইলে আমার গান দেখছে সবাই।

দেখা হলেই সবাই এসে আমার গানের প্রশংসা করে যাচ্ছে। ভালোই লাগছে।

নিজের ভাইরাল কীর্তি নিয়ে ভুবন বাদ্যকর গণমাধ্যমকে বলেন, হ্যাঁ, আমিই লিখেছি, আমারই তৈরি। আমারই সুর, আমারই গলা। চিন্তাভাবনা করতে করতেই করেছি।  

তিনি জানান, এর আগে বাউল গান করেছি। এখন আমি ঝাড়খণ্ড থেকে বাংলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বাদাম ফেরি করি। সেই বাদাম কী করে বিক্রি করা যায়, সেই থেকেই ভাবনাচিন্তা। তারপরই গান লেখা।

ভুবন বাদ্যকর জানান, গান শুনে বহু মানুষই বাদাম কিনতে আসছেন। কেউ ৫ টাকার বাদাম কিনছেন, কেউ ১০ টাকার। বিক্রি ভালোই চলছে। আগে পায়ে হেঁটে বাদাম ফেরি করতেন। কিছুদিন সাইকেলেও করেছেন। এখন ১৫০০০ রুপি দিয়ে একটি 'গাড়ি' কিনেছেন। তাতে করেই বাদাম ফেরি করছেন।

আরও পড়ুন:

পদত্যাগের এক সপ্তাহের মধ্যেই পুনঃনির্বাচিত সুইডিশ প্রধানমন্ত্রী


news24bd.tv/ নকিব