রামপুরায় মারা যাওয়া শিক্ষার্থীর মৃত্যুতে মায়ের মামলা

নিহত শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম

রামপুরায় মারা যাওয়া শিক্ষার্থীর মৃত্যুতে মায়ের মামলা

অনলাইন ডেস্ক

রাজধানীর রামপুরায় গ্রিন অনাবিল পরিবহনের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম নিহতের ঘটনায় রামপুরা থানায় একটি মামলা দায়ের করেছেন তার মা রাশিদা বেগম।

মঙ্গলবার (৩০ নভেম্বর) নিরাপদ সড়ক আইন-২০১৮’তে মামলাটি করেন তার মা রাশিদা বেগম।

রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, নিহত শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলায় অনাবিল পরিবহনের বাসের চালককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গণপিটুনির শিকার সেই চালক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গতকাল সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ ৯টি বাসে আগুন দেওয়া হয়।

ভাঙচুর করা হয় আরও ৪টি বাস।

এ ঘটনায় বাসচালক সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। অন্যদিকে আজ সকালে ঘাতক বাসের হেলপারকেও গ্রেপ্তার করেছে র‍্যাব।

আরও পড়ুন


আফ্রিকা থেকে আসা ২৪০ জনের খোঁজ নেই: স্বাস্থ্যমন্ত্রী

news24bd.tv এসএম