উগান্ডায় 'ফড়িং ফ্রাই' বিক্রি করে চাকরি হারালো বিমান কর্মচারী

উগান্ডায় জনপ্রিয় এই খাদ্যটি এনসেনেনে নামে পরিচিত

উগান্ডায় 'ফড়িং ফ্রাই' বিক্রি করে চাকরি হারালো বিমান কর্মচারী

অনলাইন ডেস্ক

উগান্ডায় জনপ্রিয় একটা হালকা নাস্তা হল 'ঘাসফড়িং'। তবে দেশটির জাতীয় বিমান সংস্থা তাদের ফ্লাইটে ঘাসফড়িং বিক্রি করা নিষিদ্ধ করেছে। এমনকি ফড়িংয়ের ফ্রাই বিক্রি করে নিষিদ্ধও হয়েছেন দেশটির জাতীয় বিমান সংস্থার কয়েকজন কর্মীকে। খবর বিবিসির।

উগান্ডা এয়ারলাইন্স জানায়, এনসেনেনে নামে এই জনপ্রিয় খাদ্য বিক্রি 'এই বিমান সংস্থার চেতনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। '

তারা জানায়, বিমানে ফড়িং এর স্ন্যাক্স বিক্রির সময় কিছু যাত্রী উত্তেজিত ও উচ্ছৃঙ্খল হয়ে ওঠেন, কারণ এখন এই ঘাসফড়িং-এর ঋতু নয়। এই ঘটনার পর বিমান সংস্থার কয়েকজন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

উগান্ডা এয়ারলাইন্স জানায়, এই সময়ে ঘাসফড়িং বেশ দুষ্প্রাপ্য, ফলে অসময়ে জনপ্রিয় ও মুখরোচক এই ঘাসফড়িংএর নাস্তা দেখে যাত্রীরা উত্তেজিত হয়ে উঠেছিলেন।

 

কিন্তু বিমান সংস্থাটি বিমানের খাবারের মেনুতে এখন ঘাসফড়িং যোগ করার চিন্তা করছে, কারণ তারা মনে করছে এটি পর্যটকদের আলাদাভাবে আকৃষ্ট করবে।

আরও পড়ুন:

‘সবাইকে সালাম’ লিখে গৃহবধূর আত্মহত্যা


news24bd.tv/ নকিব