তানজানিয়ায় বিষাক্ত কচ্ছপের মাংস খেয়ে ৭ জনের মৃত্যু

তানজানিয়ায় বিষাক্ত কচ্ছপের মাংস খেয়ে ৭ জনের মৃত্যু

Other

আফ্রিকার দেশ তানজানিয়াতে সোমবার বিষাক্ত কচ্ছপের মাংস খেয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও আছে। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিন জন।

বিবিসি জানায়, তানজানিয়ার দ্বীপ এবং উপকূলীয় এলাকায় বসবাসকারীদের কাছে কচ্ছপের মাংস একটি সাধারণ খাবার।

বর্তমানে এলাকায় কচ্ছপ খাওয়া নিষিদ্ধ করেছে কতৃপক্ষ।

আরও পড়ুন:

হাফ ভাড়া কার্যকর করতে মালিক সমিতির শর্তসমূহ

চেলোনিটক্সিজম নামে পরিচিত এক ধরনের খাদ্য বিষক্রিয়ার কারণে কচ্ছপের মাংস বিষাক্ত হতে পারে। তবে এর সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হয়, বিষাক্ত শেওলার সঙ্গে এর সম্পর্ক রয়েছে।

কচ্ছপ এধরণের শেওলা খেয়ে থাকে।

 news24bd.tv/এমি-জান্নাত