সপ্তম ব্যালন ডি'অর জিতে যা বললেন মেসি

লিওনেল মেসি

সপ্তম ব্যালন ডি'অর জিতে যা বললেন মেসি

অনলাইন ডেস্ক

তিন বছরের অপেক্ষা শেষে ২০১৯ সালে রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর জিতেছিলেন লিওনেল মেসি। পুরষ্কার হাতে নিয়ে মেসি ভেবেছিলেন এটাই হয়তো তার শেষ ব্যালন ডি'অর হতে যাচ্ছে। কিন্তু দুই বছর পর আবারও আরেকটি পালক যুক্ত হল কিং মেসির ব্যালন ডি'অরের মুকুটে।

এক বছরের বিরতিতে অবশ্য অন্য কেউ মেসির রাজত্বে ভাগ বসায়নি।

করোনাভাইরাস অতিমারিতে  ২০২০ সালের ব্যালন ডি’অর আয়োজনই করা হয়নি।

আর্জেন্টিনাকে ২৮ বছর পর প্রথম বড় ট্রফি জয়ে নেতৃত্ব দেওয়ায় এগিয়ে ছিলেন মেসি। ওই সাফল্যই তাকে এনে দিলো সপ্তম ব্যালন ডি’অর।  

মেসি বলেন, ‘আবারো এখানে থাকতে পারা অসাধারণ।

দুই বছর আগে আমি ভেবেছিলাম এটাই শেষবার। কোপা আমেরিকা জয় মূল কারণ। এই কোপা আমেরিকা শিরোপা নিয়ে আমার জন্য বছরটা ছিল বিশেষ। মারাকানা স্টেডিয়ামে এটি জেতা ছিল অনেক কিছু এবং আর্জেন্টিনা থেকে আগত লোকদের সঙ্গে এটি উদযাপন করতে পারায় আমি ছিলাম খুব খুশি। ’

মেসি আরো বলেন, ‘আমি জানি না এটা আমার জীবনের সেরা বছর ছিল কি না, আমার ক্যারিয়ার লম্বা। কিন্তু অনেক কঠিন সময় আর সমালোচনার পর আর্জেন্টিনার সঙ্গে শিরোপা জেতা ছিল বিশেষ কিছু। ’

আরও পড়ুন:

‘সবাইকে সালাম’ লিখে গৃহবধূর আত্মহত্যা


news24bd.tv/ নকিব