৭ মণ ওজনের মাছটি বিক্রি হলো

৭ মণ ওজনের সেই শাপলাপাতা মাছ

৭ মণ ওজনের মাছটি বিক্রি হলো

অনলাইন ডেস্ক

পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের জালে ধরা পড়া ৭ মণ ওজনের সেই শাপলাপাতা মাছটি বিক্রি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ মাছটি মৎস্য বন্দর আলীপুরের ধুলাসার ঘাটে নিয়ে আসে। মাছটি ৬৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

পায়রা বন্দর সংলগ্ন রাবনাবদ নদীতে রোববার রাতে জেলেদের জালে মাছটি ধরা পরে।

জেলেরা জানায়, প্রথমে জাল থেকে মাছটি ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে জেলেদের। পরে তারা ট্রলারে নিয়ে আড়ৎ ঘাটে আসলে মাছটি বরিশালের এক মৎস্য ব্যবসায়ি কিনে নেয়।

আলীপুরের ধুলাসার ফিস আড়ৎ মালিক মো.আবু জাফর বলেন, গত দু’দিন আগে এ শাপলাপাতা মাছটি সেলিম ফকিরের জালে ধরা পরে। মঙ্গলবার সকালে এটিকে আড়ৎ ঘাটে নিয়ে আসে।

মাছটি ৬ থেকে ৭ মন ওজন হতে পারে। তবে এ শাপলাপাতা মাছটি বিক্রি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: 


জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম না ফেরার দেশে


news24bd.tv/ তৌহিদ