ফের সড়কে ট্রাক চাপায় প্রাণ গেল দুই কলেজছাত্রের

ফের সড়কে ট্রাক চাপায় প্রাণ গেল দুই কলেজছাত্রের

Other

বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সোয়া আটটার দিকে উপজেলার কৃষ্ণপুর নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের জাহিদুর রহমানের ছেলে নাহিদ হাসান (২১) ও পাশের কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের শ্রী হৃদয়ের ছেলে শ্রী সম্পদ (২০)। তাঁরা  স্থানীয় সামিট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এইচএসসির প্রথমবর্ষের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, পাথরবোঝাই একটি ট্রাক ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকের সামনে ছিল মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক। তাঁরা মোটরসাইকেলে মির্জাপুরে ফিরছিলেন। ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ওই দুই যুবক মারা যান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহতরা একটি মোটরসাইকেল যোগে মির্জাপুর বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মহাসড়কের কৃষ্ণপুর ঈদগাঁহ মাঠ নামক স্থানে পৌঁছালে পেছন থেকেএকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ওই দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। ট্রাক ও  চালককে সনাক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন


বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তি, কাটাখালীর মেয়র আটক

news24bd.tv এসএম