যুক্তরাষ্ট্রে সহপাঠীর গুলিতে ৩ স্কুলশিক্ষার্থী নিহত

স্কুলে সহপাঠীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রে সহপাঠীর গুলিতে ৩ স্কুলশিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলে সহপাঠীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় স্কুলটির শিক্ষকসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন।

মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, অকল্যান্ড কাউন্টির অক্সফোর্ড হাই স্কুলে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তিন শিক্ষার্থীর মধ্যে ১৪ ও ১৭ বছর বয়সী দুই কিশোরী এবং ১৬ বছরের এক কিশোর রয়েছেন। আহত আটজনের মধ্যে ছয়জনের অবস্থা স্থিতিশীল। বাকি দুজনের অস্ত্রোপচার হয়েছে।

অকল্যান্ড কাউন্টির শেরিফ অফিসের তরফে জানানো হয়েছে, ঘটনার পর আত্মসমর্পণ করেছে ওই ছাত্র। কিশোরটি সেমি অটোমেটিক হ্যান্ডগান নিয়ে বিদ্যালয়ে আসে এবং ১৫ থেকে ২০টি গুলি ছোড়ে।

আরও পড়ুন:

বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তি, কাটাখালীর মেয়র আটক

শুরু হলো মহান বিজয়ের মাস

আজ থেকে ঢাকার গণপরিবহনে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক কার্যকর


শেরিফ অফিস থেকে বলা হয়, গ্রেপ্তারের সময় আততায়ী ছাত্র কোনো বাধা দেয়নি। সে আইনজীবী চেয়েছে। কেন এই কাজ সে করল তা নিয়ে কোনো মন্তব্য করেনি।

news24bd.tv নাজিম