খালেদা জিয়ার বিষয়ে বিএমএ'র বক্তব্য অত্যন্ত দুঃখজনক: ড্যাব

সংবাদ সম্মেলনে ড্যাব

খালেদা জিয়ার বিষয়ে বিএমএ'র বক্তব্য অত্যন্ত দুঃখজনক: ড্যাব

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) যা বলেছে তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ।

সোমবার (২৯ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে  বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) জানায়, লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশেই সম্ভব।

বিবৃতিতে বলা হয়, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশেই সম্ভব। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরাই এই রোগের বিশ্বমানের চিকিৎসাসেবা দিতে সক্ষম।

পরে আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন করেন ড্যাব সভাপতি হারুন।

আরও পড়ুন:

বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তি, কাটাখালীর মেয়র আটক

শুরু হলো মহান বিজয়ের মাস

আজ থেকে ঢাকার গণপরিবহনে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক কার্যকর


সংবাদ সম্মেলনে ভিন্ন এক প্রশ্নের জবাবে ডা. হারুন আল রশিদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার যে কথা বিএমএ বলেছে, সেটি শুধুমাত্র কালক্ষেপন ছাড়া আর কিছু না। এর মধ্যে দিয়ে তারা সরকারকে সমর্থন করছে।

বিস্তারিত আসছে...

news24bd.tv নাজিম