পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর র্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। এই টেস্টে দুর্দান্ত খেলা লিটন দাস র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেন।
প্রথম ইনিংসে ১১৪ ও দ্বিতীয় ইনিংসে ৫৯ রান করা লিটন র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছেন। টেস্টের ব্যাটিং র্যাংকিংয়ে তিনি এখন ৩১তম স্থানে।
আরও পড়ুন
বাসে আগুন দেয়ার ঘটনায় মামলা, আসামি ৮ শতাধিক
টেস্ট ছাড়া কেউ দেশে এলে ১৪ দিনের কোয়ারেন্টিন: স্বাস্থ্যমন্ত্রী
প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়া তাইজুল মোট আট উইকেট নিয়ে ম্যাচ শেষ করেছেন। টেস্টের বোলিং র্যাংকিংয়ে দুই ধাপ উপরে উঠে এই অফস্পিনার এখন ২৩তম সেরা বোলার।
এদিকে, চট্টগ্রাম টেস্টে সাত উইকেট নেওয়া পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি প্রথমবার সেরা পাঁচে ঢোকে গেলেন।
news24bd.tv/ কামরুল