রাজধানীর ডেমরায় শাপলা ফুল ও চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত রিফাতের (১৯) বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।
এদিকে এ ঘটনার খবর পেয়ে এলাকাবাসী রিফাতকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ওই রাতেই লম্পট রিফাতকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠায়।
আরও পড়ুন
বাসে আগুন দেয়ার ঘটনায় মামলা, আসামি ৮ শতাধিক
টেস্ট ছাড়া কেউ দেশে এলে ১৪ দিনের কোয়ারেন্টিন: স্বাস্থ্যমন্ত্রী
অন্যদিকে ভুক্তভোগী মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিসি) চিকিৎসার পাঠিয়েছে পুলিশ। ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় গত সোমবার এ ঘটনা ঘটে।
ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী ও পাশের বাড়ির ভাড়াটিয়া লম্পট রিফাত। মেয়েটি তার ৮ বছরের চাচাতো ভাইকে নিয়ে বাড়ির সামনে খেলা করে প্রতিদিন। বিষয়টি খেয়াল করে রিফাত।
গত সোমবার সকাল ১০টার দিকে খেলা করার সময় রিফাত ওই দুই শিশুকে চকলেট ও শাপলা ফুলের প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে ছেলেটিকে মোবাইল দিয়ে অপর একটি ঘরে বসিয়ে দেয়। মেয়েটিকে অন্য ঘরে নিয়ে ধর্ষণ করে রিফাত।
পরবর্তীতে এ ঘটনা ছেলেটি ভুক্তভোগীর মাকে পরের দিন জানায়। মেয়েটিও ভয়ে তার মাকে প্রথমে বিষয়টি জানায়নি।
news24bd.tv/ কামরুল